পাচারকালে ৮ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে কক্সবাজারের রামু উপজেলার চেইন্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মোঃ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপন সূত্রে খবর পেয়ে র্যাব টেকনাফ-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ মিঠাছড়ি এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযানের সময় সন্দেহজনক মোটরসাইকেলটি থামানোর সংকেত দেয়। এসময় মোটরসাইকেল আরোহী দুইজন পালানোর চেষ্টাকালে আটক করা হয়।
আটককৃতরা হলো, খুনিয়া পালং এলাকার হাবিব উল্লাহ ছেলে মেহেদী হাসান বাপ্পী (২৪) ও ্একই এলাকার সুলতান আহমদের ছেলে মোঃ নুরুল আমিন প্রকাশ আমিন (২০)। তাদের হেফাজতে থাকা আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম