গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামী বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
জরুল ইসলাম বাদামী দি নিউ নেশন পত্রিকার জেলা প্রতিনিধি ও গাজীপুর প্রেস ক্লাবের সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য বন্ধু-স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার জোহরের পরে গাজীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে জানাজা শেষে তাকে শহরের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু ও সাধারণ সম্পাদক শাহ, সামসুল হক রিপন, সাবেক সভাপতি নাসির আহমেদ, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সরকার, দেলোয়ার হোসেন, রুহুল আমিন সজিব, আমিনুল ইসলাম ও আলমগীর হোসেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এমএস