গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিজয়ের মাস ও গাইবান্ধা হানাদারমুক্ত দিবস উপলক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা কমিটির উদ্যোগে শহরের ১নং রেল গেটে অবস্থিত সিপিবি কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গানাসাস মার্কেটের সামনে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল