গোপালগঞ্জে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত জিংক ও আয়রন সমৃদ্ধ বিনাধান-২০ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলার বাসাবাড়ি গ্রামে বিনা গোপালগঞ্জ উপকেন্দ্র আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন বিনা’র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাঠ দিবসে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হাকিম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষক মো. লিয়াকত হোসেন, ফার্ম ম্যানেজার আলমগীর কবির, কৃষক দিপংকর সরকার সহ আরো অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জিংক ও আয়রন সমৃদ্ধ নতুন জাতের বিধা ধান-২০ এ জেলায় হেক্টরে প্রায় ৫ টন ফলন দিয়েছে। মাঠ দিবসে বাসাবাড়ি গ্রামে শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন।
বিডি প্রতিদিন/এএম