মাদারীপুরে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকালে মাদারীপুর জেলা কৃষকদলের আয়োজনে শকুনি লেক পাড় স্বাধীনতা অঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল গিয়ে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মাদারীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এ্যাড. অলিউর রহমান দর্জির সভাপতিত্বে ও সদস্য সচিব অহিদুজ্জামান খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক পলাশ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জাকির হাওলাদার, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব এস. এম. সম্রাট রোমানসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান এসময় বলেন, ‘স্বৈরশাসক শেখ হাসিনা বিদায় নিয়েছে, বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে পালিয়েছে। আওয়ামী লীগের সাথেও শেখ হাসিনা বিশ্বাসঘাতকতা করেছে। রাজপথে তাদের ক্যাডার বাহিনী দিয়ে ছাত্র-ছাত্রীদের হত্যা করেছে, আগুনে পুড়িয়ে হত্যা করেছে, আয়না ঘর সৃষ্টি করেছেন, আমাদের এম ইলিয়াস আলীর কোন খোঁজ নেই সেই, বিচার দেখতে চাই। মাদারীপুরের দীপ্তসহ রোমান, তাওহীদ হত্যায় যারা জড়িত রয়েছে অচিরেই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।’
বিডি প্রতিদিন/জামশেদ