কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় এক ইউপি চেয়ারম্যানসহ দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের বামনের হাট বাজার থেকে ইউপি চেয়ারম্যান ও উলিপুর উপজেলা কৃষকলীগ নেতা এরশাদুল হককে গ্রেফতার করা হয়।
অপরদিকে, উলিপুর পৌরবাজারের পাটহাটি থেকে পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক পৌর প্যানেল মেয়র খোরশেদ আলম লিটনকে ও গুনাইগাছ ইউনিয়নের ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামকে গুনাইগাছ ইউনিয়নের নাগরাকুড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়,গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ও মারধর করার অভিযোগ এনে থানায় মামলা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে। গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় এই মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৮০ জনকে আসামি করা হয়। পরে তাদের তিনজনকে এ মামলায় গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ