বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ তার মহৎ কর্মের মাধ্যমেই আজীবন দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি একজন অনুকরণীয় নেতৃত্ব ছিলেন। তার মত ব্যক্তিত্বের মৃত্যু নেই। তিনি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।
ফরিদপুর-৩ (সদর) আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আলোচকগণ একথা বলেন। শনিবার বিকেলে শহরের কমলাপুর এ ময়েজুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ফরিদপুর সদরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশ নেন।
চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক এ বি এম সাত্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কামাল ইউসুফ তনয়া, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক এম এ সামাদ, কৃষক দলের কেন্দ্র্যীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, ড্যাবের জেলা শাখার সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ।
বিডি প্রতিদিন/এএ