মুন্সীগঞ্জের গজারিয়ায় ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। রবিবার বেলা ১১টায় গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় বিডিআর কল্যাণ পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দি, চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের লোকজন এবং অবসরপ্রাপ্ত বিডিআর সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি ৩ দফা দাবি তুলে ধরে এ ঘটনার নেপথ্যে যারা ছিলেন, তাদের সঠিক তদন্তের মাধ্যমে খুঁজে বের করার দাবি জানান। পাশাপাশি ঘটনায় জড়িত নয় এমন নিরপরাধ বিডিআর সদস্যের মুক্তির দাবি করেন তারা। পিলখানার ঘটনাকে একটি রাজনৈতিক দলের পরিকল্পিত হত্যাকাণ্ড আখ্যায়িত করে চাকরিচ্যুত সকল সদস্যকে বর্তমানে বিজিবিতে পুনর্বহালের দাবিও জানানো হয়।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে ‘বিদ্রোহের’ ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
বিডি প্রতিদিন/এমআই