খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খনন্দকার সাংবাদিকদের কাছে খাগড়াছড়ি জেলার সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকরা পার্বত্য জেলা খাগড়াছড়ির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হিসেবে খাগড়াছড়িতে যোগদানের পর সাংবাদিকদের সাথে তার প্রথম আনুষ্ঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সাংবাদিকরা পর্যটন নগরী খাগড়াছড়ির পর্যটনের চিত্র, পাহাড়ের প্রকৃতি রক্ষার্থে অবৈধভাবে খাল ছড়া ঝিরি দখলসহ বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের পরামর্শগুলো শোনেন। তা ক্রমান্বয়ে সমস্যা সমূহ সমাধানের আশ্বাস দেন। জেলা প্রশাসক খাগড়াছড়ির সার্বিক উন্নয়নে যেকোনো সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম