জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফরহাদ হোসেনের উপর চিহ্নিত সন্ত্রাসী ও মাদককারবারীদের হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে জেলার পাংশা উপজেলার জাগিরকয়া বাজারে পাট্টা ইউনিয়ন যুবদলের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর ইসলাম আরিফ, কালুখালী উপজেলা কৃষক দলের আহবায়ক আনিছুর রহমান মোল্লা, পাংশা উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সজিব রাজা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে ফরহাদের উপর হামালাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। প্রতিবাদ সমাবেশ শেষে জাগিরকয়া বাজারে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ