রাজবাড়ীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক সুলতানা আক্তার। গত ১২ জানুয়ারি রাজবাড়ীতে ২৫তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন তিনি।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাপতি হিসেবে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার নাহিদ আহমেদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ-উল-হাসানসহ জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ বক্তব্য রাখেন।
জেলায় রাজবাড়ী জেলা সদর হাসপাতালের বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম, মর্গেবাণিজ্য, নদী ভাঙনসহ পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের বিষয়ে ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসনকে অবহিত করেন জেলায় কর্মরত সংবাদকর্মীবৃন্দ।
জেলা প্রশাসক বলেন, আমি সংবাদকর্মীদের কথা শুনেছি। সমস্যা গুলো সমাধানে জেলা প্রশাসন আন্তরিকতার সাথে কাজ করবে।
বিডি-প্রতিদিন/বাজিত