বাঞ্ছারামাপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি ম ম ইলিয়াস বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে ঐক্যের বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম ক্রীড়া অঙ্গনকে সংগঠিত করেন। তিনি কাজের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে নগদ মজুরীর মত মেধাবী ধারণা দেন। আবাদী জমি বাড়াতে খাল খনন করে কৃষি বিপ্লব তৈরি করেন। খেলাধুলা মাদক থেকে বিরত থাকতে হয়তা করে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।
গতকাল শুক্রবার রাতে দূর্গারামপুর যুব সমাজের উদ্যোগে আরাফাত রহমান কোকোর স্মৃতি টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান ধনু, বিশিষ্ট সমাজসেবক কামাল হোসেন, ওলামাদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, যুবদল নেতা মনির হোসেন ব্যাপারী, যুবদল নেতা রকিবুল ইসলাম, দূর্গারামপুর সমবায় সমিতির সভাপতি হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি নাছির উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা রাশেদ আহমেদ আমির, রুবেল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ
 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        