মুন্সিগঞ্জ জেলা মানব সম্পদ বিভাগের উদ্যোগে শনিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার এলাকার একটি অডিটোরিয়ামে সমাজ কল্যাণের মাঠ কর্মীদের জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ মানব সম্পদ বিভাগের প্রধান উপদেষ্টা এবং মুন্সিগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুস।
মুন্সিগঞ্জ জেলা মানব সম্পদ বিভাগের দায়িত্বশীল মাওলানা মোকছিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ মানব সম্পদ বিভাগের অন্যতম প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী এবং মুন্সিগঞ্জ মানব সম্পদ বিভাগের সদস্য মো: সুরুজ মাস্টার।
প্রশিক্ষণ প্রদানকারী মাস্টার ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন মো: শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান এবং মো: আমিনুল ইসলাম। জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মীরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আশিক