সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সু-সংগঠিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দল সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষক সমাবেশ ও কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন লাধুরচর স্কুল মাঠে কৃষক দলের আয়োজনে এ সমাবেশ ও কম্বল বিতরণ করা হয়।
নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ চঞ্চল মিয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ১ নং সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম মোল্লা। সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আল মুজাহিদ মল্লিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলু মেম্বার, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি'র সভাপতি ডাক্তার মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু প্রমূখ।
সমাবেশে বক্তারা কৃষকদের সু-সংগঠিত করার আহ্বান জানান এবং কৃষকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দলের কার্যক্রম আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/এএম