লক্ষ্মীপুরে সদরের ভবানীগঞ্জ ইউনিয়নকে দুই ভাগ করে নতুন মিয়ারবেড়ী ইউনিয়ন পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২ মে) সকালে সর্বস্তরের জনগণ এর ব্যানারে স্থানীয় মিয়াররেড়ীঁ বাজারে এ কর্মসুচি পালন করা হয়। এতে বিপুল পরিমাণ নারী-পুরুষ, যুব সমাজ ও শিক্ষক-শিক্ষার্থীরা সম্বলিতভাবে ব্যানার-পেস্টুন নিয়ে অংশ নেন এ মানববন্ধনে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহবায়ক মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আবুল হাসিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনের জেলা কমিটির যুগ্ন-সদস্য সচিব নিজাম উদ্দিন ইমন, জাকির হোসেন, গণঅধিকার পরিষদের জেলা আহবায়ক অ্যাডভোকেট. নুর মোহাম্মদ প্রমুখ।
বক্তারা বলেন, ভবানীগঞ্জ ইউনিয়নে মোট ১১টি গ্রামে প্রায় অর্ধ লাখ জনসংখ্যা স্থায়ীভাবে বাস করছে। এছাড়া কমলনগর ও রামগতি থেকে নদী ভাঙ্গা অসংখ্য মানুষ এসে ঘরবাড়ি নির্মাণ করে এখানে থাকছেন। এতে করে বিশাল জনগোষ্ঠির কাঙ্খিত সেবা না পাওয়ায় নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছেন বলে জানান বাসিন্দারা। তাই ইউনিয়নটি বিভক্তি করে নতুন আরেকটি ইউনিয়ন গঠন এখন সময়ের দাবি বলে জানান মানববন্ধনের আয়োজকরা।
বিডি প্রতিদিন/এএ