চাঁদপুরে কৃষক পর্যায়ে বিএডিসির বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় ‘বীজ ডিলার প্রশিক্ষণ’ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৪ মে) দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দীন।
বিএডিসি কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক (বীজ বিপনন) মো. নিগার হায়দার খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার ও প্রশাসক চাঁদপুর পৌরসভা মো. গোলাম জাকারিয়া, বিএডিসি কুমিল্লা অঞ্চলের যুগ্ম-পরিচালক (সার) মো. বদরউদ্দিন ভূইয়া, চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষক সাইফুল আলম, বিএডিসির সিনিয়র সহকারি পরিচালক (বীজ) মো. খায়রুল বাসার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বিএডিসি কুমিল্লা অঞ্চলের উপ-সহকারি পরিচালক মো. জহিরুল ইসলাম। দিনব্যাপী প্রশিক্ষণে জেলার ৫০ জন (ডিলার) প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
বিএডিসি কুমিল্লা অঞ্চলের অর্থায়নে কৃষক পর্যায়ে বিএডিসির বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় বীজ ডিলার প্রশিক্ষণ বাস্তবায়িত হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ