কক্সবাজারের উখিয়ায় রুনা আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রুনা আক্তার উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের আমির আলীর মেয়ে।
শুক্রবার (৯ মে) দুপুরে ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ বত্তাতলী গ্রামে পিতার বাড়ি থেকে রুনাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবী, স্বামী জাহেদুল ইসলাম দীর্ঘদিন ধরে যৌতুকের টাকা দাবী করে রুনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো। মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে।
বিডি প্রতিদিন/এএম