কক্সবাজারের রামুতে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী মেহেদী হাসান অভি (২৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার বিকালে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের রাবেতা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারি পালিয়ে যায়। ঘাতক ট্রাকটি আটক করেছেন স্থানীয়রা।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানায় রয়েছে। নিহত মেহেদী হাসান অভি চাঁদপুর জেলার বাসিন্দা। রোহিঙ্গা ক্যাম্পে বাবার চাকুরির সুবাদে তিনি উপজেলার কুতুপালং এলাকায় বসবাস করতেন। আহত অটোরিকশা যাত্রীদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বিকালে কক্সবাজারগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে একজন নিহত ও তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
বিডি প্রতিদিন/এএম