বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কুমিল্লা দক্ষিণ জেলা শাখা কমিটি গঠন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা দক্ষিণ জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান মেহমান বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাও: কাজী আবু হুরায়রা কমিটি ঘোষণা করেন।
ছাতিপট্টি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদেরকে সভাপিত, মধ্যম মাঝিগাছা জামে মসজিদের খতিব মাওলানা আবু হানিফ মজুমদারকে সাধারণ সম্পাদক, ঠাকুরপাড়া মদিনা মসজিদের খতিব হাফেজ মাওলানা নজরুল ইসলাম সালেহীকে সাংগঠনিক সম্পাদক করে ৫০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফেজ মাওলানা ড. রুহুল আমিন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব, মাও: মুফতি মহিউদ্দীন, ইমাম সমিতির কেন্দ্রীয় ট্রেজারার অধ্যক্ষ মাও: এজহারুল হক, ইমাম সমিতির সিলেট বিভাগীয় সভাপতি হাবিব আহমেদ শিহাব, বাংলাদেশ মুতাওয়াল্লি সমিতির বৃহত্তর কুমিল্লা জেলার শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ছিদ্দিকুর রহমান, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব শাহ মো: আলমগীর খান, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, ভারেল্লা কামিল মাদ্রাসা মুহাদ্দিস মাওলানা ড. আবুল খায়ের, ধামতি কামিল মাদরাসার সাবেক প্রধান মুহাদ্দিস মাও: রফিকুল ইসলাম হেলালী, হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাও: তাজুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা অধ্যক্ষ আব্দুল জলিল, বরুড়া উপজেলা সভাপতি উপাধ্যক্ষ মাও: মিজানুর রহমান জাফরী, মনোহরগঞ্জ উপজেলার সভাপতি অধ্যক্ষ মাও: হুজ্জাতুল ইসলাম, লালমাই উপজেলার সভাপতি অধ্যক্ষ মাও: সানাউল্লাহ বাশারী, নাঙ্গলকোট উপজেলার সভাপতি মাওলানা জসিম উদ্দীন মজুমদার, লাকসাম উপজেলা সভাপতি মাওলানা মহিউদ্দীন, সদর উপজেলার সভাপতি মাওলানা জসিম উদ্দীন ওয়াহিদী, সদর দক্ষিণ উপজেলা সভাপতি মাও: শাহআলম আল কাদরী, ব্রাহ্মণপাড়া উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান মমতাজীসহ অন্যান্য উপজেলার সাধারণ সম্পাদক ও দায়িত্বশীলরা।
বিডি প্রতিদিন/হিমেল