দিনাজপুরের বাজারে মৌসুম শুরুর আগেই দেখা দিয়েছে অপরিপক্ব লিচুর সরবরাহ। মাদ্রাজি জাতের লিচু বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকা প্রতি ১০০টি দরে। যদিও লিচুগুলো এখনও পুরোপুরি পাকে নাই, তবুও ভালো দাম পাওয়ার আশায় ব্যবসায়ীরা আগেভাগেই বাজারে তুলে দিচ্ছেন এসব টক-মিষ্টি লিচু।
দিনাজপুর শহরের বাহাদুর বাজারসহ জেলার বিভিন্ন বাজারে লিচু বিক্রি করতে দেখা গেছে অনেক ফল ব্যবসায়ীকে। বেশিরভাগ লিচু আধা-পাকা এবং স্বাদে টক। বছরের প্রথম লিচু হওয়ায় অনেকেই আগ্রহ নিয়ে কিনছেন।
ক্রেতা সবুর চৌধুরী বলেন, “বাজারে লিচু দেখে ৫০টা কিনেছি ১৫০ টাকায়। খেতে এখনো টক, আরও সময় দরকার।” ফারুক হোসেন নামে আরেক ক্রেতা বলেন, “নতুন ফল পেয়ে ১০০টি লিচু কিনলাম, কিন্তু খেতে পুরোপুরি মিষ্টি নয়।”
একজন দোকান কর্মচারী রিয়াজুল ইসলাম বলেন, “গত দুই-তিন দিন ধরে লিচু বাজারে আসছে। প্রচণ্ড গরমে লিচুতে রং এসেছে বলে আগেভাগেই বিক্রি হচ্ছে। তবে চাহিদা তুলনামূলক কম।”
মাসিমপুর এলাকার লিচু চাষি আসাদুজ্জামান লিটন বলেন, “তীব্র গরমে লিচু ফেটে যাচ্ছে, দাগ পড়ছে। তাই কিছু লিচু আগেই বিক্রি করে দিচ্ছি। এতে ফলনও হালকা হয় এবং দামও ভালো পাওয়া যায়।”
এ বিষয়ে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. আনিছুজ্জামান বলেন, “এখন বাজারে যেসব লিচু পাওয়া যাচ্ছে, তা এখনো পরিপক্ব হয়নি। পরিপক্ব লিচু বাজারে উঠতে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগবে। ভোক্তাদের পরিপক্ব লিচু বাজারে আসা পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ