জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বরিশালের শহীদ ১৫ জনের পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করেছে জেলা প্রশাসন। সোমবার (১২ মে) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সঞ্চয়পত্র বিতরণ করা হয়।
সঞ্চয়পত্র বিতরণ করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, বরিশালের ১০ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ.কে.এম. আখতারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ এবং শহীদ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ পরিবারের অনুকূলে ধাপে ধাপে ৩০ লাখ টাকা করে সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম দফায় বরিশাল জেলার ১৫টি শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।
তিনি বলেন,''জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে সহায়তার লক্ষ্যে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ ও ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিজ উদ্যোগে শহীদ পরিবারের পাশে দাঁড়াচ্ছে।''
জেলা প্রশাসক আরও বলেন, ''অর্থ বা সঞ্চয়পত্র দিয়ে কারও স্বামী বা সন্তানের শোক পূরণ করা যায় না, তবে এটি একটি রাষ্ট্রীয় দায়িত্ব ও শ্রদ্ধার প্রতীক। সহায়তা যেন যথাযথভাবে ব্যবহৃত হয়, সেই প্রত্যাশা করছি।''
যে ১৫ শহীদ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। তাদের মধ্যে আগৈলঝাড়া উপজেলার একজন, বানারীপাড়া উপজেলার তিনজন, বাকেরগঞ্জ উপজেলার একজন, হিজলা উপজেলার তিনজন, গৌরনদী উপজেলার একজন, বাবুগঞ্জ উপজেলা তিনজন, মেহেন্দিগঞ্জ উপজেলার একজন ও মুলাদী উপজেলার দুইজন রয়েছেন। পর্যায়ক্রমে সকল শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/মুসা