নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি। ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার (১১ মে) রাত সাড়ে ৯ টার দিকে পরিচালিত এ অভিযানে মাদক চোরাচালানির বড় একটি চালান ধরা পড়ে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে, এমন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ অভিযানিক দল সীমান্ত এলাকায় স্থানীয় আবুল হোসেনের বাড়ির পাশে ধানখেতে কৌশলগতভাবে অবস্থান গ্রহণ করে। রাতে কাপড়ের ব্যাগ হাতে করে দুইজন ব্যক্তি সামনের দিকে অগ্রসর হলে ওত পেতে থাকা বিজিবির সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে এবং বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারি কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারে সুযোগে দ্রুত মিয়ানমারের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির টহল দল কর্তৃক ঘটনাস্থল তল্লাশি করে মাদক কারবারি ফেলে যাওয়া ব্যাগের ভিতরে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
আইনগত প্রক্রিয়া শেষ মাদকগুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল