বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়ায় খালের পাড় থেকে সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৭টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের টাউন নওয়াপাড়া বাজারের খালের পাড়ে ওই বৃদ্ধকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা।
জানা গেছে, কয়েক বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন সিরাজুল ইসলাম। তিনি বেতাগা এলাকার পঞ্চানন দাসের ছেলে। ধর্ম পরিবর্তনের পর তিনি টাউন নওয়াপাড়া গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
ফকিরহাট থানার পরিদর্শক (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, সকালে পথচারীরা নওয়াপাড়া বাজারের খালের পাড়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তিনি কীভাবে মারা গেছে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/কেএ