চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভা যুবলীগের সভাপতি মাহবুব আলমকে পুলিশ গ্রেফতার করেছে। থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দর গেলে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, মাহবুব আলমের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। আমরা বিমানবন্দর ইমিগ্রেশনে তার বিরুদ্ধে চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে শাহজালাল বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ