লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মোবাইল কোর্টে দুই দুইজনকে কারাদণ্ড দেওয়াকে কেন্দ্র করে থানায় দুষ্কৃতিকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পাটগ্রাম থানা চত্ত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, বুড়িমারী-রংপুর মহাসড়কের সরেয়ারবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার সময় বেলাল ও সোহেল নামে দুইজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাদের কাছ থেকে এক লাখ টাকার বেশি রিসিভ মানিসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে দুষ্কৃতিকারীরা রাতেই থানার সামনে জড়ো হন। একপর্যায়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি, ধাওয়া-পাল্টা ধাওয়ার পর তা সংঘর্ষে রূপ নেয়।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, হঠাৎ করেই বিএনপির একটি দল থানায় আক্রমণের চেষ্টা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। তারা থানার কিছু জিনিসপত্র ভাঙচুর করেছে।
তিনি জানান, সংঘর্ষে পুলিশের অন্তত ৬/৭ জন সদস্য আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়।
রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। সাংবাদিকদের তিনি বলেন, ঘটনার সাথে যারা জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। অপরাধীর কোনো দল থাকতে পারে না।
ঘটনাস্থলে এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত ডিআইজি শরীফ উদ্দিন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান।
এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
বিডি প্রতিদিন/এএ