চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় ফাতেমা বেগম পলি (৩২) নামে এক গৃহবধূকে দেশীয় অস্ত্র দিয়ে ১১ টুকরা করে হত্যার পর পালিয়েছে ঘাতক স্বামী। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অক্সিজেন এলাকার পাহাড়িকা হাউজিং সোসাইটিতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সুমন পলাতক রয়েছে। ফাতেমা বেগম পলির বাড়ি কুমিল্লা সদর দক্ষিণে। তার পিতা মো. কামাল উদ্দিন। ঘাতক স্বামী মো. সুমনের সাথে পাহাড়িকা আবাসিক এফ জে টাওয়ারের ১০ম তলায় বসবাস করতেন। ঘটনাস্থল থেকে একটি বটি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
বায়েজিদ থানার এসআই আবিদ হোসেন জানান, এই দম্পতির সিফাত নামে ৮ বছরের একটি ছেলে সন্তান আছে। ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা বুধবার রাতে নিহত গৃহবধূর স্বামীকে ধরে একটি বাড়িতে আটকে রাখে। রুমের জানালার গ্রিল কেটে সেখান থেকে সে পালিয়ে যায়। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল