বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের গবেষণা বরাদ্দ পাওয়ায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. শামসুল আরেফিন এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ড. মো. রাশেদুজ্জামানকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল। এ সময় উভয় বিভাগের গবেষক দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
বাংলাদেশ সরকারের আর্থিক অনুদান ও বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় ইউজিসি পরিচালিত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্প দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সম্প্রতি এই প্রকল্পের আওতায় ‘Enhancing Teaching-Learning Infrastructure and Environment at Marketing Department, GSTU to Develop Graduate with 4IR-Market-Relevant Skills for Leveraging the Demographic Dividend’ শীর্ষক প্রজেক্টের জন্য মার্কেটিং বিভাগ ‘Strengthening Spatio-Temporal Desalination Intervention for Post-Graduation Research’ শীর্ষক প্রজক্টের জন্য পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ Academic Transformation Fund (ATF) প্রাপ্ত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। কারণ অনেক প্রতিকূলতার মধ্যে থেকেও কঠিন প্রতিযোগিতার করে আমাদের শিক্ষকগণ প্রকল্প পেয়েছেন। আমরা প্রত্যাশা করি, শিক্ষকদের হাত ধরেই এই বিশ্ববিদ্যালয় আরো এগিয়ে যাবে। শিক্ষকরা নতুন আইডিয়া তৈরি করবেন, চেষ্টা চালিয়ে যাবেন, একদিন সফলতা ধরা দেবেই।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, যে গবেষক দল দুটি আমাদের সম্মানিত করেছে, তাদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আশা করছি, আজকের এই অর্জন অন্যদের গবেষণাকাজে নিয়োজিত হতে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগের সভাপতি, হল প্রাধ্যক্ষ, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, পরিবহন প্রশাসক ও ক্যাফেটেরিয়া প্রশাসকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন