ফেনী শহরের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে খালগুলো পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে 'আমরা ফেনী বাসী' স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী। জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম আবদুর রহিম, এবি পার্টি চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, জেলা হেফাজতে ইসলামের সহ-সেক্রেটারি মোহাম্মদ আলি মিল্লাত, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাইন পাটোয়ারী ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ পাটোয়ারী।
মানববন্ধনে বক্তারা বলেন, ফেনী শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতার পেছনে অন্যতম কারণ খাল দখল ও ভরাট। এই খালগুলো পুনরুদ্ধার না করলে নাগরিক দুর্ভোগ কখনোই কমবে না। জলাবদ্ধতা এখন ফেনীবাসীর নিত্যদিনের গ্লানি। অবিলম্বে দখলদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে হবে। এসময় বক্তারা আগামী ২৫ জুলাইয়ের মধ্যে পৌর এলাকার দখল ও ভরাটকৃত সকল খালগুলো পুনরুদ্ধারের জন্য প্রশাসনকে আল্টিমেটাম দেন। এসময় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, ব্যাপকভাবে অনিয়মের কারণে বল্লামুখা বাঁধসহ ফুলগাজী ও পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সুচারুভাবে নিমার্ণ করা সম্ভব হয়নি। পাউবোর দুর্নীতিবাজ কতিপয় অসাধু অফিসারদের কারণে ফেনীবাসীকে বারবার বন্যার কবলে পড়তে হচ্ছে। এসময় তিনি বন্যার্তদের পাশে দাঁড়াতে ফেনীবাসীসহ আপামর সকলের সহযোগিতা কামনা করেন। সভাপতির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী বলেন, বিগত সময়ে ফেনী পৌরসভা পাগলিছড়া খাল ও পিটিআই খাল দখল করে স্থায়ী স্থাপনা নিমার্ণ করে। যার ফলে ফেনী শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসময় তিনি সংশ্লিষ্টদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে ভরাটকৃত সকল খালগুলো পুনরুদ্ধারের জন্য সময় বেঁধে দেন।
বিডি প্রতিদিন/এএ