বাগেরহাটের মোংলার কচুবুনিয়া এলাকায় বাঘের আক্রমণে একটি গরু মারা গেছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। গরুর মালিক নুরুল ইসলাম মোল্লা জানান, এলাকাবাসীর সহায়তায় তিনি গরুটির মরদেহ উদ্ধার করেছেন।
স্থানীয় বাসিন্দা মো. মারুফ বাবু জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচুবুনিয়া গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলাম মোল্লার গরুটি অন্যান্য দিনের মত বৃহস্পতিবারও ঘাস খেতে পাশের সুন্দরবনে যায়। এরপর বিকেল গড়িয়ে গেলেও সুন্দরবন থেকে ওই গরুটি ফিরে না আসায় গরু খুঁজতে বনে যান মালিক। তিনি বনের ভেতরে গিয়ে দেখেন গরুটি মরে পড়ে আছে। গরুর ঘাড়ে বাঘের কামড়ের দাগ দেখেন তিনি। পরে লোকজন ডেকে তিনি গরুটি উদ্ধার করে নিয়ে আসেন।
গরু মালিক নুরুল ইসলাম মোল্লা বলেন, বাড়ীর পাশেই সুন্দরবন। প্রতিদিন গরু ছেড়ে দিলে খাল সাঁতরে সুন্দরবনে গিয়ে ঘাস খেতো। কিন্তু বৃহস্পতিবার বনে গিয়ে আর না ফিরলে খুঁজতে গিয়ে দেখি গরুটি বাঘে মেরে ফেলেছে। বাঘের কামড় ও থাবায় আমার গরুটির মৃত্যু হয়। পরে লোকজন নিয়ে গরুটি উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসি।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুল বলেন, লোকালয়ের বাসিন্দাদের সুন্দরবনে গরু চরাতে নিষেধ করা হলেও তারা তা শুনছেন না। যার ফলে মাঝে মধ্যে এমন ঘটনা ঘটেছে।
তিনি বলেন, বনবিভাগের পক্ষ থেকে লোকালয়ের বাসিন্দাদের আগে থেকেই নিষধ করা আছে তারা যেন তাদের গরু আটক রেখে লালনপালন করেন। কিন্তু নিষেধ না শুনে অহরহ বনের ভেতরে গরু চরান স্থানীয়রা। স্থানীয়রা এ বিষয়ে সতর্ক না হলে এমন ঘটনা রোধ করা সম্ভব না।
বিডি প্রতিদিন/নাজিম