গাইবান্ধার সাঘাটা উপজেলায় সাঘাটা ইউনিয়ন বিএনপির আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ঘরনার একজন নেতাকে বিএনপিতে পুনর্বাসনের অভিযোগ এনে মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে কাউন্সিল স্থগিতের দাবি জানিয়েছে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা।
রবিবার (১৩ জুলাই) দুপুরে সাঘাটা বাজারে আয়োজিত মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সাঘাটা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সাঘাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইদ্রিস আলী ঠান্ডু, সদস্য সচিব আতিকুর রহমান আতিক, যুবদলের আহ্বায়ক রবিউল আউয়াল সুজন, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম এবং ছাত্রদল নেতা সুজন সরকার।
বক্তারা অভিযোগ করে বলেন, আগামী ১৪ জুলাই অনুষ্ঠিতব্য সাঘাটা ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে ঘিরে উপজেলা আহ্বায়ক কমিটি এবং নির্বাচন কমিশন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগের দোসর রেজাউল করিম রনিকে সাধারণ সম্পাদক পদে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছেন। তারা জানান, পরিকল্পিতভাবে রনিকে মনোনয়নপত্র সরবরাহ করা হয়েছে, যা কেন্দ্রীয় নির্দেশনার পরিপন্থী।
তারা আরও অভিযোগ করেন, যুবদলের আহ্বায়ক রবিউল আউয়াল সুজন সভাপতি পদে মনোনয়নপত্র ক্রয় করলেও তা পরিকল্পিতভাবে ছিনতাই করা হয়েছে। এতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে সদস্য সচিব আতিকুর রহমান আতিক জানান, এই নির্বাচন আওয়ামী লীগ পুনর্বাসনের নীলনকশা হিসেবে পরিচালিত হচ্ছে। তিনি অবিলম্বে নির্বাচন স্থগিত, বিতর্কিত মনোনয়ন বাতিল এবং নির্বাচন কমিশন বিলুপ্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/মুসা