পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ এক ডাকাতির ঘটনায় স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের পাশাপাশি এক নববধূর ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার গভীর রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে সাত থেকে আটজনের একটি সশস্ত্র ডাকাত দল একটি একতলা বাড়ির বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা বাড়ির সবাইকে একটি কক্ষে নিয়ে গিয়ে হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে রাখে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ও শোকেসের চাবি নেয় এবং সেগুলো খুলে ১৩ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুট করে নেয়।
ডাকাতির সময় তারা ওই বাড়ির প্রবাসী এক নববধূকে একটি আলাদা কক্ষে নিয়ে গিয়ে তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে সোমবার বিকেলে পটুয়াখালী জেলা পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস হোসেন তালুকদার জানান, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে এবং থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ