কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বগুড়া সদর উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উপকরণ এবং সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসমত জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. হারুন-উর-রশিদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আল মাহমুদ সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এবং উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে ৮০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি এমওপি সার, ২০ কেজি ড্যাপ সার, কীটনাশক, চারা তৈরির জন্য পলিথিন পেপার এবং ৬ থেকে ৮ মাস ধরে ৩০০ মণ পেঁয়াজ সংরক্ষণের উপযোগী একটি করে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ