শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী লোকালয়ে নেমে আসা বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে ময়মনসিংহ বন বিভাগ।
বুধবার (১৬ জুলাই) দুপুরে বালিজুরী রেঞ্জ অফিসের উদ্যোগে রেঞ্জ অফিসের রেস্ট হাউস চত্বরে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৭ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ।
এ সময় ইউএনও শেখ জাবের আহমেদ বলেন, ‘বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কোনো পরিবার বন বিভাগের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে আবেদন করলে, যাচাই-বাছাইয়ের পর প্রকৃত ক্ষতিগ্রস্তদের অনুদান প্রদান করা হবে।’
তিনি সীমান্তবর্তী এলাকায় বসবাসরত সকল নাগরিককে বন আইন মেনে চলার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/জামশেদ