ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় খাল থেকে নূর মোহাম্মদ (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সারসাকান্দি গ্রামের একটি খালে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তার বাড়ি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সারসাকান্দি গ্রামে। তিনি সারসাকান্দি গ্রামের আউয়াল শেখের ছেলে।
আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার দুপুরে বাবার সঙ্গে পাট ধোওয়ার জন্য বাড়ির পাশে খালে যাযন নূর মোহাম্মদ। পাট ধুয়ে বাবা আউয়াল শেখ বাড়িতে ফিরলেও ছেলে আর ফেরেননি। বিকেল পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সন্ধ্যার দিকে খালের পানিতে তার লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নূর মোহাম্মদ মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পরিবারের ধারণা মৃগী রোগেই তার মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম