কক্সবাজারের কুতুবদিয়ায় লবণের মাঠে পরিত্যক্ত অবস্থায় একটি নলা বন্দুক ও দুইটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী।
সোমবার দিবাগত রাতে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী পাড়া ও জুম্মা পাড়া এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী পাড়া ও জুম্মা পাড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। এসময় জুম্মা পাড়ার একটি লবণ মাঠে পরিত্যক্ত অবস্থায় একটি এক নলা বন্দুক ও দুইটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে, এসব অস্ত্রসমূহ কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরমান হোসেন।
উল্লেখ্য, সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় ও দ্বীপাঞ্চলে নিরাপত্তা রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নৌবাহিনী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/নাজিম