চাঁদপুরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন শহরের একাংশে গ্যাস লাইনে লিকেজের কারণে সরবরাহ বন্ধ রয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে শহরে হাজী মহসিন রোডে গ্যাস লিকেজ থেকে আগুন লাগলে কর্তৃপক্ষ শহরে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে লিকেজ স্থানে সড়ক কেটে মেরামত কাজ শুরু করে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, হাজী মহসিন রোড মেসার্স জিনিয়া এন্টারপ্রাইজের সামনে রবিবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ গ্যাস লাইন লিকেজ হয়ে আগুন লাগে। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে এবং চাঁদপুর গ্যাস অফিসকে ফোন করে বিষয়টি জানান।
কয়েকদিন আগেও ওই স্থান থেকে কয়েকগজ দূরে আগুন লাগে। ওই স্থান মেরামত করার পর আবারও একই ঘটনা ঘটে।
শহরে নতুনবাজারের বাসিন্দা ফরহাদ উদ্দিন ও বিল্লাল মিজি বলেন, গ্যাস সরবরাহের ক্ষেত্রে লাইনে ত্রুটি ও যান্ত্রিক সমস্যা হতে পারে। কিন্তু গ্যাস কোম্পানি থেকে কোনো সতর্ক বার্তা বা মাইকিং করা হয়নি। যে কারণে আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। খাবার হোটেলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সকালের নাস্তা ও দুপুরের খাবার কিনতে হয়েছে।
মেরামতের কাজে আসা কোম্পানির সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, গ্যাস সরবরাহের এই লাইন অনেক পুরনো। লাইন স্থাপনের পর এই সড়ক কয়েকবার উঁচু করা হয়েছে। যে কারণে মেরামত করতে একটু সময় লাগবে। গতকাল আগুনের সংবাদ পেয়ে শহরের দক্ষিণাঞ্চল অর্থাৎ রেললাইনের দক্ষিণ পাশের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। একই সাথে এই অংশে থাকা পুরান বাজার অংশের সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
বাখরাবাদ কুমিল্লা আঞ্চলিক অফিসের প্রকৌশলী মাহমুদুজ্জামান বলেন, রাতে সংবাদ পেলেও কাজ শুরু করা সম্ভব হয়নি। সকালে কাজ শুরু করেছে। মেরামত কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি।
বিডি প্রতিদিন/এমআই