আমার চোখে জুলাই বিপ্লব- এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের আইডিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজেন চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জুলাই শহিদ পরিবার, আহত এবং সকল জুলাই যোদ্ধাদের নিয়ে বর্ষপূর্তি দিবস পালন করা হয়।
পবিত্র কুরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় দিবসটি। পরে জুলাই এ নিহত শহিদ ও আহতদের সম্মানে এক মিনিট দাঁড়িয়ে নিরাবতা পালন করেন স্বর্বস্তরের মানুষ।
পরে জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, শহিদ পরিবারগুলোর সদস্য, জেলা পুলিশ সুপার রেজাউল করিম, জেলা সিভিল সার্জন ডা. শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, ছাত্রনেতা সাব্বিরসহ অন্যান্যরা।
এর আগে জুলাই এ দুইজন শহিদের কবর জিয়ারত করেন জেলা প্রশাসন। অন্যদিকে সকালে ইসলামী ছাত্র শিবির একটি বিজয় মিছিল বের করে।
বিডি প্রতিদিন/হিমেল