গাজীপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়া এলাকায় শহীদ ইলিম শিকদার ও শহীদ আব্দুল্লাহ আল মামুনের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন ও গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহমেদ, শহীদ পরিবারের সদস্যসহ অন্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে কবরের পাশে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন হয়। শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন ও গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম উপজেলার আনজাব এলাকায় শহীদ এম এম হোসেনের কবর এবং বারিষাব এলাকায় শহীদ মো. জাকির হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। অপরদিকে সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ সহ অন্যরা উপজেলার শহীদ জাকারিয়া হাসানের কবরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
বিডি প্রতিদিন/জামশেদ