নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা জামায়াতে ইসলামী এক গণমিছিল বের করে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের বড় বাজার থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মমতাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মমতাজুল ইসলাম বলেন, ‘৫ আগস্ট একটি ঐতিহাসিক দিন। ছাত্র-জনতার বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ মুক্ত হয়েছে স্বৈরাচারের কবল থেকে।’
তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থান আমাদের মনে করিয়ে দেয়, অন্যায়, অত্যাচার এবং নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না।’
গণমিছিলে জামায়াতে ইসলামী ও তার বিভিন্ন ইউনিটের অনেক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/জামশেদ