মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় জালিয়াতি রোধে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পদ্ধতি চালু হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. জুলকেফলি আহমদ।
শনিবার (২০ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি জানান, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসছে কিছু অসাধু চক্র অসুস্থ বিদেশি কর্মীদের হয়ে সুস্থ ব্যক্তিদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে। এ ধরনের প্রতারণা ঠেকাতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মেডিকেল এক্সামিনেশন মনিটরিং এজেন্সি (ফোমেমা) যৌথভাবে নতুন উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী বলেন, এখন থেকে বায়োমেট্রিক যাচাইকরণ তথা আঙুলের ছাপভিত্তিক শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করা হবে। পাশাপাশি সন্দেহজনক এক্স-রে রিপোর্টগুলো পর্যালোচনা করা হবে।
তিনি আরও বলেন, আমাদের কঠোর স্ক্রিনিং প্রক্রিয়ার কারণে এখন থেকে আর কেউ প্রতারণা করে পার পাবে না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ