দুর্গাপূজা মানেই আনন্দ, সাজগোজ আর উচ্ছ্বাস। কিন্তু এ বছর সেই আনন্দ যেন ম্লান হয়ে গেছে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে। সম্প্রতি মায়ের মৃত্যু তাঁকে ভেতর থেকে শূন্য করে দিয়েছে।
গত তিন মাসে একের পর এক ছবি মুক্তি পেলেও মায়ের অনুপস্থিতি ভোলাতে পারছে না ব্যস্ততার ঝড়। ভারতীয় এক গণমাধ্যমে তিনি বলেন, ‘পূজার সময় মায়ের একটাই প্রশ্ন থাকত—আমি কখন আসব? এখন আর মা বলারই কেউ নেই। সব নিভে গেল।’
অভিনেত্রী আরও জানান, মায়ের সঙ্গে কাটানো প্রতিটি পূজোর স্মৃতি যেন চোখের সামনে ভেসে উঠছে। ‘মা অপেক্ষা করতেন আমি চারদিন একসঙ্গে খাওয়াদাওয়া করব, অনুষ্ঠান দেখব, ঢাক শুনব। ছোটদের আদর করতেন মা। সেগুলো মনে পড়বে বারবার।’
বাবার মৃত্যুর পর ভাই মহালয়ার তর্পণ করলেও এ বছর নিজের তর্পণ করা নিয়ে সংশয়ে আছেন ঋতুপর্ণা। সম্ভবত এবারের দুর্গাপূজা তিনি বিদেশেই কাটাবেন।
বিডি প্রতিদিন/আশিক