রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়কের হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাসের আন্দোলনে সংহতি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদ ও জামায়াতে ইসলামীর শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার নেতাকর্মীরা আন্দোলনে সংহতি জানিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছিল।
অবরোধের ফলে ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া এই তিনটি গুরুত্বপূর্ণ রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকে পড়ে প্রায় ১০ কিমি এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন