মেহেরপুরের মুজিবনগর সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফের কাছ থেকে নারী, শিশু ও পুরুষসহ মোট ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উড়িষ্যা রাজ্যে বসবাস করছিলেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর মেইন পিলারের শূন্য লাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলীর পাঠানো প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর মুজিবনগর কোম্পানি কমান্ডার ও ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের হৃদয়পুর কোম্পানি কমান্ডারের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার একপর্যায়ে বিএসএফ ২ জন পুরুষ, ২ জন নারী ও ৫ জন অপ্রাপ্তবয়স্ক শিশুসহ ৯ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন উড়িষ্যায় বসবাস করছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল