সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরুর নামাকিঙ্কত রবিন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে এক ঘণ্টা যমুনা সেতু ব্লকেড কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত যমুনা সেতুর গোলচত্ত¡রে এ ব্লকেড কর্মসুচী পালন করা হয়।
এতে গোলচত্ত্বর থেকে সেতু হয়ে পুর্বপাড়ে প্রায় ৭ কিলোমিটার এবং পশ্চিমপাড়ে প্রায় ৪ কিলোমিটার এলাকা দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এক ঘন্টা যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়। ব্লকেড কর্মসুচী চলাকালে শিক্ষার্থীরা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে নানা শ্লোগান দেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। এ কারনে শিক্ষার্থীরা পড়াশোনার সঠিক মান পাচ্ছে না।
ক্লাসরুম সংকটের কারনে শিক্ষার্থীরা সঠিক সময়ে ক্লাস করতে পারছে না। আবাসন না থাকায় ছাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় বিভিন্ন বাসায় বেশি ভাড়া দিয়ে থাকছেন। লাইব্রেরী না জ্ঞান অর্জন করতে পারছেন না। খেলাধুলাসহ সুষ্ঠ পরিবেশ না থাকায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিকশিত হতে পারছে না। এতো সংকটের পরও সরকার ক্যাম্পাস নির্মানের দাবী কেন মানছে না তা বোধগম্য হচ্ছে না। অথচ শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে বর্তমান সরকার শাসন কার্য পরিচালনা করছে। শিক্ষার্থীদের অভিযোগ ৯ বছরে ৮বার বাজেট পরিবর্তন করে ডিপিপি জমা দেয়া হয়েছে। সর্বশেষ রবীন্দ্র ঠাকুরের নিজস্ব ১শ একর জায়গা নির্ধারন করে মাত্র ৫শ ১৯ কোটি ডিপিপি জমা দেয়া হয়।
এ অবস্থায় গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস বয়কট করে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করছে। কিন্তু এখন পর্যন্ত সরকার পক্ষ থেকে কোন আশ্বাস বা প্রতিশ্রুতি ও যোগাযোগ করা হয়নি। আগামী ১৭ তারিখ একনেকে সভায় ডিপিপি অনুমোদন না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দিয়ে মহাসড়ক ছাড়েন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এএম