লক্ষ্মীপুরে একটি গোডাউনে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় ভেজাল ও নিম্নমানের বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। একইসঙ্গে মেসার্স গোপাল কৃষ্ণ বণিক নামীয় ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সড়ক ও জনপথ বিভাগ সংলগ্ন সমসেরাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধ চক্রবর্তী ও কমলনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ এবং ৩২ (ক) ধারা অনুযায়ী ভেজাল পণ্য জদ্ধ ও জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই