কক্সবাজারের সেন্টমার্টিনে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) ‘‘এম ভি সাইমা’’ নামক একটি ফিশিং বোট ৩ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সেন্টমার্টিন এলাকা থেকে সমুদ্রে যায়। একপর্যায়ে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনের শ্যাফট বিকল হয়ে বোটটি মাঝসমুদ্রে ভাসতে থাকে।
পরে বোটটি ভেসে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকায় পৌঁছালে একজন স্থানীয় জেলে মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডকে খবর দেন। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন দ্রুত উদ্ধার অভিযান চালায়। এতে ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোট ও তাতে থাকা ৩ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক আরও জানান, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহের পর বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, সমুদ্রে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা জেলেদের নিরাপত্তায় ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আশিক