দিনাজপুরের চিরিরবন্দরে বিষধর সাপের কামড়ে কমলেশ অধিকারী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনাটি শনিবার রাত ৮টার দিকে চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের ঢাকইল গ্রামের অধিকারীপাড়ায় ঘটেছে।
মৃত কমলেশ অধিকারী চিরিরবন্দরের ভিয়াইল ইউনিয়নের ঢাকইল গ্রামের অধিকারীপাড়ার বিমল অধিকারীর ছেলে। তিনি কৃষি কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কমলেশ শনিবার রাত ৮টার দিকে তাদের বাড়ির দক্ষিণ দিকে লিচু বাগানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। আড্ডা দেয়ার সময় কমলেশকে বিষধর সাপ কামড় দিয়ে পালিয়ে যায়। এ ঘটনা টের পেয়ে বন্ধুরা তাকে পাশের পাড়ার জনৈক এক ওঝার নিকট নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করান। এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে সঙ্গীরা তাকে তাদের বাড়িতে নিয়ে আসেন এবং ঘটনা অবগত করান। পরে পরিবারের লোকজন অসুস্থ কমলেশকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ্ বলেন, এ ঘটনাটি সকালে শুনেছি। পারিবারিকভাবে মৃতের সৎকার করেছের আত্মীয়-স্বজনরা।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, এ ঘটনাটি থানায় অবহিত করা হয়নি।
বিডি প্রতিদিন/এএম