বগুড়ার শাজাহানপুরে ট্রাকচালকের উপর অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে মাহবুব (৩৫) নামে আন্তঃজেলা ডাকাত চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারের সময় মাহবুবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রংপুরের মিঠাপুকুর থেকে মুরগির খাদ্য নিয়ে ফরিদপুরের টেকেরহাটে যাচ্ছিলেন ট্রাকচালক ফরহাদ ও তার সহকারী। পথিমধ্যে শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে মোটরসাইকেলে আসা তিনজন অস্ত্রধারী ডাকাত তাদের গাড়ি থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে।
এ সময় ট্রাকচালক চিৎকার দিলে আশেপাশে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ডাকাত পালিয়ে গেলেও, মাহবুবকে অস্ত্রসহ ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতার মাহবুব একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ছিনতাই ও ডাকাতির মোট ২৩টি মামলা বিচারাধীন রয়েছে। তিনি আরও জানান, মাহবুব দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত চক্রের সঙ্গে জড়িত এবং নিয়মিত সশস্ত্র ছিনতাই ও ডাকাতি করে আসছিল।
বিডি প্রতিদিন/মুসা