কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে প্রায় ৪৭ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে কোস্ট গার্ড। এসময় দুইজন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল নাফ নদ সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
তিনি আরও জানান, অভিযানকালে সন্দেহজনক একটি ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে ৩০৪.৮৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ লাখ ৮৩ হাজার ৪৩৭ টাকা। সঙ্গে পাচার কাজে ব্যবহৃত ডিঙি নৌকা এবং দুই পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত স্বর্ণ, নৌকা ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ