বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের নারিকেলবাড়ীয়া খাল থেকে অবৈধভাবে মাছ ধরার সময় একটি ফিশিং ট্রলারসহ ৬ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিয়মিত টহলের সময় এ ঘটনা ঘটে।
আটক জেলেরা হলেন- বেল্লাল খান (৩০), মিরাজ (২৯), হৃদয় হাওলাদার (২২), আলামিন হাওলাদার (৩০), খায়রুল ইসলাম (২৪) এবং ঈসা মিয়া (১৯)। তাদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মাগ্রামে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, দুবলা ফরেস্ট টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুব্রত কুমার দাসের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল রাত সাড়ে ১২টার দিকে নারিকেলবাড়ীয়া খালে টহলে ছিল। এ সময় তারা দেখতে পান, একটি ট্রলারে কয়েকজন জেলে মাছ শিকার করছে।
বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। জব্দ করা হয়েছে মাছসহ ফিশিং ট্রলার ও অন্যান্য সরঞ্জাম।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/মুসা